সালমানের সঙ্গে সুর মেলালেন লুলিয়া

প্রকাশ: ২০১৬-০৬-০৫ ১২:৪৩:৫৬


salmanসালমান খানের সঙ্গে সুর মেলালেন লুলিয়া ভান্তুর। সালমানের পরবর্তী ছবি ‘সুলতান’ এর একটা হিপ-হপ ‘বেবি নু বস পসন্দ হ্যায়…’ গানের একটা ভার্সনে কণ্ঠ দিয়েছেন সালমান এবং লুলিয়া। গানটির মূল ভার্সন গেয়েছেন বিশাল দাদলানি, শাল্মলী খোলগাড়ে, ঈশিতা এবং বাদশা।

সংগীত পরিচালক শেখর রবজিয়ানী বলেন, ‘সালমান স্যার তো অভিনয়, নাচ এবং গান, সবকিছুই ভাল করেন। আর লুলিয়াও ঠিক ততটাই ভাল গেয়েছে।’ বুদাপেস্টে হয়েছে এই গানের শুটিং। শোনা যাচ্ছে, শুটিং শেষে সালমান এবং লুলিয়া একসঙ্গে সময়ও কাটিয়েছেন সেখানে।

সানবিডি/ঢাকা/এসএস