‘তারেক ও জোবায়দাকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করা হচ্ছে’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৩ ১৪:১৮:৫৩

তারেক রহমান ও জোবায়দা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার জন্য যুক্তরাজ্য সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দেয়া রায় রাজনৈতিক প্রতিহংসা থেকে হয়নি। এই রায়ের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
হাসান মাহমুদ বলেন, সরকার চাইলে এটা আগেই করতে পারতো, তাহলে ১৪ বছর সময় লাগতো না। এই মামলা তত্বাবধায়ক সরকারের আমলে করা।
হাছান মাহমুদ জানান, রংপুরে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে মানুষের বিপুল সংখ্যক উপস্থিতি প্রমাণ করে, দেশের মানুষ শেখ হাসিনাকে কতটা ভালোবাসে। আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে মানুষ চায়, সেটা গতকালকের সমাবেশে মানুষের উৎসাহে প্রমাণিত হয়েছে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













