
রাশিয়া- ইউক্রেন চলমান যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রুশ অর্থনীতিকে আরো কোণঠাসা করতে এবার মূল্যবান ধাতুর বাণিজ্যের ওপর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইইউ। খবর আরটি।
ইউরোপিয়ান পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে অর্থনৈতিক স্থিতিশীলতাবিষয়ক ইউরোপিয়ান কমিশনার মেইরিড ম্যাকগুইনেস বলেন, ‘রাশিয়ান হীরার বাণিজ্য ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করছে ইইউ। উদ্দেশ্য রাশিয়ার রফতানি আয় ব্যাহত করা।’
বেলজিয়ামের এন্টওয়ার্প বিশ্বের শীর্ষ হীরা বাণিজ্য কেন্দ্র। অঞ্চলটি রুশ হীরার সবচেয়ে বড় ক্রেতা। বেলজিয়ামসহ প্রধান ক্রেতা দেশগুলোয় বাধার কারণেই এখনো ধাতুটির ওপর নিষেধাজ্ঞা আসেনি। ব্রাসেলস প্রতিবারই ইইউর নিষেধাজ্ঞার পরিকল্পনায় বাধা দিয়েছে।
এনজে