হিলিতে কেজিতে ৪০ টাকা বেড়েছে রসুনের দাম
আপডেট: ২০২৩-০৮-০৪ ১১:৩৫:২৭

দিনাজপুর হিলি স্থলবন্দরে তিন দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে দেশি রসুনের দাম।
বাজারে দেশীয় রসুনের সরবরাহ কম। তার ওপর ভারতীয় রসুনের দাম বেড়ে গেছে। ফলে ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছেন। এ কারণেই মসলাটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।
জানা গেছে, তিনদিন আগে প্রতি কেজি দেশী রসুন প্রকারভেদে ১৬০-২০০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২০০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি কোনো পণ্যের অহেতুক দাম বাড়ায় তার বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













