অবশেষে ইসলামী ব্যাংককে ছেড়ে দিল ডিআইবি

প্রকাশ: ২০১৫-১০-১৯ ১৪:২৫:২০


islami_bankপুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা দুবাই ইসলামিক ব্যাংকের (ডিআইবি) হাতে থাকা সকল শেয়ার বেচার ঘোষণা দিয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা তার কাছে থাকা ব্যাংকের মোট ১ লাখ শেয়ারের সবগুলোই আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবে।

এর আগে চলতি বছরের ১০ আগস্ট এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা তার কাছে থাকা ব্যাংকের মোট ৬৭ লাখ ৩ হজার ৫৪০ শেয়ারের মধ্যে ৩৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। এরপরে আবার ২৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয় ডিআইবি।সর্বশেষ আজ সোমবার এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার হাতে থাকা মোট ১ লাখ শেয়ারের সবগুলোই বিক্রির ঘোষণা দেয়।

প্রতিষ্ঠাকালীন বিদেশি উদ্যোক্তাদের মধ্য থেকে ডিআইবি সরে গেলেও এখনো ইসলামী ব্যাংকে সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, কুয়েত ফিন্যান্স হাউস, জর্ডান ইসলামিক ব্যাংক, কাতারের ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ করপোরেশন, বাহরাইন ইসলামিক ব্যাংকসহ আরো বেশ কিছু বিদেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৬ দশমিক ৭৫।

চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) ইসলামী ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা (অনিয়ন্ত্রিত সুদ ব্যতীত) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ১১ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৯৭ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৬১ পয়সা।

২০১৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ২৯৯ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ১ টাকা ৮৬ পয়সা। আগের হিসাব বছরের এই তিন মাসে মুনাফা হয় ৫৯ কোটি ১০ হাজার টাকা ও ইপিএস ৩৭ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪০ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৫ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৮ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ২৪ পয়সা।

২০১৪ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ৩৯৬ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা, ইপিএস ২ টাকা ৪৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ৯৩ পয়সা।