ব্রাজিলের রেকর্ড ৩৮.৮ শতাংশ সয়াবিন রফতানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৭ ০৯:০৮:০৮

ব্রাজিলে জুন মাসে সয়াবিন রফতানি রেকর্ড স্পর্শ করেছে। ওই মাসে দেশটি ১ কোটি ৩৮ লাখ টন সয়াবিন রফতানি করে। বিশেষ করে মাসের শেষ সপ্তাহে রফতানি লক্ষণীয় মাত্রায় বেড়ে যায়। দেশটির শুল্ক বিভাগ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুল্ক বিভাগের তথ্য বলছে, গত বছরের জুনে ব্রাজিল ৯৯ লাখ টন সয়াবিন রফতানি করেছিল। সে হিসাবে চলতি বছরের জুনে রফতানি বেড়েছে ৩৮ দশমিক ৮ শতাংশ। ২০১২ সালের পর এটিই সর্বোচ্চ রফতানি। দেশটির সর্বশেষ রেকর্ড রফতানির পরিমাণ ছিল ১ কোটি ২৭ লাখ টন। দেশটির শস্য রফতানিকারক অ্যাসোসিয়েশনের হিসাব মতে, জুনে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪২ লাখ টনে।
জুনের শেষ সপ্তাহে ব্রাজিল প্রতিদিন গড়ে ৬ লাখ ৬০ হাজার ৫২২ টন করে সয়াবিন রফতানি করে। গত বছরের একই সময় প্রতিদিন গড়ে রফতানি করা হয়েছিল ৪ লাখ ৭৫ হাজার ৭০৫ টন। সে হিসাবে দৈনিক রফতানি বেড়েছে ৩৮ দশমিক ৯ শতাংশ।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













