ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ: ২০১৫-১০-১৯ ১৪:২৭:১৪
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ গ্রামের বর্মণপাড়া এলাকায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যাবহারের দায়ে ৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোকর্ণ গ্রামের বর্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ১৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ১৬টি গ্যাস রাইজার জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ৭ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।