দাড়ি না কাটায় বরখাস্ত!
প্রকাশ: ২০১৬-০৬-০৬ ২০:৩১:২৬

ইসলাম মতে অন্যান্য মুসলিম যুবকের মতোই দাড়ি রেখেছিলেন বছর ৩৪ এর সেনা জওয়ান মাকতুমহোসেন। কিন্তু তাঁকে দাড়ি কেটে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় তাঁকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হল। মাকতুমহোসেনের বিরুদ্ধে অভিযোগ, দাড়ি না কাটায় তাঁকে ‘অবাঞ্ছিত সৈনিক’ বলে বরখাস্ত করা হয়েছে। তাঁর অপসারণকে সমর্থন করেছে কোচির আর্মড ফোর্সেস ট্রাইবুনাল বেঞ্চ।
২০০১ সালে কমান্ডিং অফিসারের কাছে দাড়ি রাখার আর্জি জানান। ধর্মের ভিত্তিতে এই আর্জি জানান তিনি। অনুমতিও দেওয়া হয় তাঁকে। কিন্তু কিছুদিন পর সেনার নতুন বিধি অনুযায়ী মাকতুমহোসেনকে দাড়ি কেটে ফেলতে নির্দেশ দেওয়া হয়।
ভারতীয় সেনার আইন অনুযায়ী একমাত্র শিখ ছাড়া অন্য কোনও সম্প্রদায়ের কর্মীকে দাড়ি রাখতে দিতে বাধ্য নয় তারা। কিন্তু অফিসারদের নির্দেশ সত্ত্বেও নিজের সিদ্ধান্ত বদলাননি তিনি। তাঁকে শো-কজও করা হয়। কিন্তু তার জবাবে খুশি না-হওয়ায় মাকতুমহোসেনকে ডিটেনশনে পাঠানো হয়। বিচারবিভাগীয় তদন্ত শেষে রিপোর্ট জমা পড়ে সেনা বাহিনীর আদালতে। তারাই মাকতুমহোসেনকে বরখাস্ত করার নির্দেশ দেয়।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













