কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন রুবেল

প্রকাশ: ২০১৬-০৬-০৬ ২১:৪৪:৫১


rubel-hossain20160606144433বাংলাদেশের বিশ্বকাপ হিরো রুবেল হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে তার সেই দুটি ডেলিভারির কথা আজীবন ভুলবে না বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। ইনজুরিতে পড়ার পর যখন দল থেকে বাদ পড়লেন এই স্পিডস্টার, এরপর বাদ পড়তে হলো বিসিবির কেন্দ্রী চুক্তি থেকেও। তবে, সম্ভাবনা দেখা দিয়েছে এবার আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন তিনি। বিসিবির একটি সূত্র থেকে জানা গিয়েছে এ তথ্য।

বাংলাদেশের সবচেয়ে গতিময় এই পেসার ইনজুরি পড়ে যেন ক্যারিয়ার থেকেই হারিয়ে গিয়েছেন। অবশ্য এরই ফাঁকে জীবনের একটি ইনিংসও শুরু করে দিয়েছেন। বিয়ের কাজটা সেরে ফেলেছেন তিনি। প্রায় ৬ মাস ধরে তিনি নেই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। কারণ, বিসিবির দেওয়া নির্দেশনা মানেননি তিনি।

রুবেলের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছে জানতে চাওয়া হলে তিনিও স্বীকার করেন, তাকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরানোর বিষয়ে চিন্তা করছে বিসিবি। তিনি বলেন, ‘বিসিবি চিন্তা করছে তার সঙ্গে কেন্দ্রীয় চুক্তি পূনরায় সাক্ষর করার। আগামী মাসেই সেটা হতে পারে। তবে বিষয়টা চূড়ান্ত করা হবে বোর্ডের আগামী কার্যনির্বাহী কমিটির সভায়।’

আকরাম খান এটাও জানান যে, রুবেল হোসেনের সাম্প্রতিক আচার-ব্যবহারে বেশ সন্তুষ্ট বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এ কারণে তার সামনে আর কোন শর্তের গ্যাঁড়াকল দাঁড় করিয়ে দেবেন না। বাদ পড়ার আগে রুবেল বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লিস্ট ‘এ’ ক্রিকেটার ক্যাটাগরিতে ছিল। তখন তিনি দেড় লাখ টাকা করে প্রতিমাসে পারিশ্রমিক পেতেন। তবে শাস্তি দেয়ার কারণে গত ৬ মাসে প্রায় ৯ লাখ টাকা হারিয়েছেন রুবেল। বিসিবিও মনে করছে, শাস্তিটা অনেক হয়ে গেছে, আর বাড়ানো ঠিক হবে না।

সানবিডি/ঢাকা/আহো