দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান।
মঙ্গলবার (৮ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দেয়।
এর আগে গতকাল সোমবার এমডি পদে নিয়োগ চেয়ে এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং ন্যাশনাল ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয়।
গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।
এটিএম তারিকুজ্জামান নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন থেকে অ্যাকাউন্টিং এবং ফিনান্সে পিএইচডি অর্জন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর এবং মাস্টার অফ কমার্স (অ্যাকাউন্টিং) সম্পন্ন করেন।
তিনি ১৯৯৭ সালের শেষের দিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ডেপুটি ডিরেক্টর হিসেবে যোগদান করেন। প্রথমে তিনি সুপারভিশন অ্যান্ড মনিটরিং ডিপার্টমেন্টে এবং পরে সার্ভিলেন্স ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেন। চার বছর পর তিনি অধিদপ্তরের পরিচালক পদে উন্নীত হন। এর পরে সাত বছর ক্যাপিটাল ইস্যুস ডিপার্টমেন্টের সাথে এবং সেখান থেকে তিনি কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক এবং প্রধান পদে নিযুক্ত হন।
এএ