রিয়াজের জীবনে নারীরা
প্রকাশ: ২০১৫-১০-১৯ ১৪:৩১:০৬
যে কোনো পুরুষের জীবনেই কোনো না কোনোভাবে নারীরা জড়িয়ে থাকেন। কখনো মায়ের আদর, বোনের স্নেহ, প্রেমিকার খুনসুটি, বউয়ের ভালোবাসা- এমনই বৈচিত্রময় নারীর প্রয়োজনীয়তা ও বিস্তৃতি। মানুষ বলেই প্রিয় তারকারাও এর ব্যতিক্রম নয়। তেমনি জনপ্রিয় অভিনেতা রিয়াজ জানালেন তার জীবনে নারীদের ভূমিকা ও নারী নিয়ে তার ভাবনার গল্প।
সর্বশ্রেষ্ঠ নারী মা…
একজন নারী যখন মা হয় তখন তাকে বিশেষ সম্মান ও অধিক মর্যাদা দেওয়া হয়। আর আমি নিজে যার কাছ থেকে সব সময় আত্মবিশ্বাসটা পাই তিনি হচ্ছেন আমার মা। তিনি আমার সকল কাজের অনুপ্রেরণা যোগান। তার দোয়াতেই আজ আমি সকলের প্রিয় রিয়াজ হতে পেরেছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমিও প্রত্যাশা করি পৃথিবীর সব মায়েরা ভালো থাকুন।
স্ত্রী হয়ে নির্ভরতায় নারী…
স্ত্রী হলো সবকিছুর সঙ্গী। তার সাথে জীবনটা কাটিয়ে দেয়া যায় পরম নির্ভরতা আর ভালোবাসায়। আমি দেখেছি আমার স্ত্রী আমার জন্য সব কষ্ট সহ্য করে। শুটিং, ব্যবসায়িক কাজ ছাড়াও নানা কারণে আমাকে বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতে হয়। এসব ব্যস্ততায় আমাকে গুছিয়ে রেখে, খোঁজ খবর নিয়ে সে সবসময় আমাকে সহযোগিতা করে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমার সকল সফলতার অংশীদার সে। অনেক সময় মুড ‘অফ’ থাকলে তার সান্নিধ্য পেলে দিব্বি মনটা ফুরফুরে হয়ে যায়। এই তো চাই স্ত্রীর কাছে। তাই না?
বোনের আদরে নারী…
একজন মেয়ে যখন বোন হয় তখন সে পরম স্নেহশীল হয়। ভাই হিসেবে তাদের প্রতি অনেক দায়িত্ববোধ কাজ করে ।
বন্ধুতায় তুমি নারী…
বন্ধু তো বন্ধুই। শুধু যে ছেলেরাই বন্ধু হবে এমন কোনো কথা নেই। নারীরাও ভালো বন্ধু হয়। একটি চিরন্তন কথা হচ্ছে আপনি যখন বিপদে পড়বেন অনেকেই আপনাকে এড়িয়ে চলবে, কিন্তু আপনার কাছের বন্ধুটি তখন বলবে, ‘আরেহ, এইটা কোনো ব্যাপারই না। আমরা আছিনা তোর সাথে।’ ব্যাস এটুকুতেই দেখবেন তখন নিজেকে অনেক বিশাল আর গুরুত্বপূর্ণ মনে হবে। মনটাও ভিষণ বিপদে
হালকা মনে হবে।
কর্মক্ষেত্রে নারীরা…
যে কোনো দেশ বা জাতির সামগ্রিক উন্নতি কল্যাণের কথা ভাবতে গেলে সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীর কথাও ভাবতে হবে। সেই হিসেবে দেশের উন্নয়নে নারীর অবদানকে কোনো ক্রমেই অস্বীকার করা যায় না। একটি দেশ ও জাতির সামনে এগিয়ে নিতে পুরুষের ভূমিকা যেমন অগ্রনী তেমনি নারীর ভূমিকাও কোন অংশে কম নয়।
সে কারণেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর-অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক নর।’ এই বিশ্বাস নিয়ে আমরা নারীদের জন্য কর্মক্ষেত্রের পরিবেশ সুন্দর ও চমৎকার করে রাখবো।
স্বপ্নের নারী অপ্সরী…
(এক গাল হাসি দিয়ে) স্বপ্নের নায়িকা স্বপ্নেই আছে। এই বাবা বয়সে বাস্তবে তার বিচরণ ঘটাতে চাই না। সূত্র: জাগো নিউজ