‘থেমে নেই, কাজ চালিয়ে যাচ্ছি’
প্রকাশ: ২০১৬-০৬-০৭ ১২:০৮:৩৩

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর থেকে বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে যাচ্ছেন মৌনিতা খান ঈশানা। খন্ড ও ধারাবাহিক দুই ধরনের নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। অবশ্য গত বেশ কিছুদিন ধরে এক প্রযোজকের করা মামলা নিয়ে খুব অস্বস্তিতে পড়েছেন ঈশানা।
অবশ্য ইতিমধ্যে সে মামলায় জামিন পেয়েছেন। এ নিয়ে বেশ কিছুদিন বিব্রত থাকলেও কাজের ওপর কোনো প্রভাব পড়তে দেননি ঈশানা। নিয়মিত কাজ করে গেছেন। নাটকের শুটিংয়ের কাজ চালিয়ে গেছেন নির্ভয়ে। ঈশানা বলেন, প্রযোজক মারুফ খান প্রেমের করা মামলায় কিছুটা বিব্রতবোধ করেছিলাম। চারদিকে নানা কথা উঠেছিল। ভালো লাগতো না সেসব শুনে।
তিনি বলেন, তার মধ্যে আবার মামলায় হাজিরা না দেয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি আরও ঝামেলায় ফেলে দিয়েছিল। অবশ্য জামিন হওয়ায় অনেকটা স্বস্তি পেয়েছি। তবে এই কয় মাসে মোটেও থামিয়ে রাখিনি নিজেকে। এখনও থেমে নেই। নিয়মিত শুটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছি। জানালেন এরই মধ্যে নতুন একটি ধারাবাহিকে অভিনয় করেছেন ।
হাবিব মাসুদের পরিচালনায় নাটকটির নাম ‘খেলাঘর’। দীপ্ত টেলিভিশনে প্রচারের লক্ষ্যে এ ধারাবাহিকটি সমাজের চারপাশের নানা গল্প নিয়ে নির্মাণ হয়েছে বলে জানান ঈশানা।
এতে আরও অভিনয় করেছেন সোহানা সাবা, নিলয়, রাইসুল ইসলাম আসাদ, সাবেরী আলম, নরেশ ভূঁইয়া প্রমুখ। দীপ্ত টিভির নিজস্ব প্রযোজনায় নাটকটি ঈদের পর থেকে প্রচার শুরু হবে। এদিকে ‘খেলাঘর’ ছাড়া বর্তমানে আরও কয়েকটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আছেন ঈশানা। এগুলোর মধ্যে রয়েছে ‘নোয়াশাল’ ‘ইয়েস ম্যাডাম নো স্যার’, ‘দাগ’, ‘ফেরারী’সহ আরো কয়েকটি। এ মুহূর্তে টিভি নাটক পাড়ায় চলছে ঈদের নাটক নির্মাণের প্রস্তুতি। অবশ্য অনেক আগে থেকেই সেটা শুরু হয়েছে।
এক্ষেত্রে ঈশানা কি করছেন? আসছে ঈদকে ঘিরে তার প্রস্তুতি কেমন? জানতে চাইলে বলেন, বেশকিছু খন্ড নাটকের কাজ শেষ করেছি। আরও কয়েকটিতে অভিনয় করার কথা রয়েছে। আশা করছি ঈদে দর্শকের সামনে ভালো কিছু নিয়ে উপস্থিত হতে পারবো। অভিনেত্রী হিসেবে সব ধরনের নাটকেই কাজ করতে হয়। তবে খন্ড নাটক কিংবা ধারাবাহিকের মধ্যে বিশেষ পছন্দের জায়গা তো অবশ্যই আছে। সেক্ষেত্রে খন্ড নাটকেই বেশি সাচ্ছ্বন্দ্যবোধ করেন ঈশানা।
এ প্রসঙ্গে তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমাকে দুই ধরনের নাটকেই অভিনয় করতে হয়। আর দুই ক্ষেত্রের কাজতো একটাই। সেটা হলো অভিনয়। তাই এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আমার কাছে খন্ড নাটক হলো প্যাশন। আর ধারাবাহিক হলো পেশা। তবে খুব ভালোলাগার কথা যদি বলি, খন্ড নাটকের কথাই বলবো। কারণ এ ধাঁচের নাটক দর্শক দেখে শেষ করতে পারেন। তড়িৎ রেসপন্স পাওয়া যায়।
আর ধারাবাহিকের গল্প এক জায়গায় থাকে না। প্রথম দিকে ভালো রেসপন্স থাকলেও পরে কোথায় যেন গল্প হারিয়ে যায়। নাটকে বাজেট একটা বড় সমস্যা এ কথা সবাই জানেন। আমার মনে হয় বাজেটের কারণেই এমনটা হচ্ছে। দর্শক ধারাবাহিক নাটক এখন দেখতে চান না। গল্প ভালো হলেও দেখা যায়, তাদের গন্তব্য ভারতীয় চ্যানেলের দিকে। তাই বলে আমাদের মেকিং খারাপ হচ্ছে বা নিজেদের দূর্বলতা রয়েছে সেটা না। সবচেয়ে বড় ঘাটতি হলো বাজেট।
এ সমস্যা দূর হলেই নাটকে সুদিন ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। অভিনেত্রীর আগে একজন মডেল হিসেবেই বেশি পরিচিত ঈশানা। একসময় বিজ্ঞাপনেই তার বেশি উপস্থিতি লক্ষ্য করা যেত। এখন সে তুলনায় কাজ কমিয়ে করছেন। কারণ কি জানতে চাইলে তিনি বলেন, বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে অনেকটা চুজি হয়েছি। আগের মতো হরহামেশা কাজ করি না। ভালো পন্য ও বাজেট সমৃদ্ধ হলে তবেই করি। আর সে সঙ্গে কোয়ালিটির ওপরও নজর দিই। সূত্র: মানবজমিন
সানবিডি/ঢাকা/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













