পেরুতে ১৭ শতাংশ বেড়েছে তামা উত্তোলন
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-১০ ১০:১৩:৩৩
চলতি বছরের প্রথমার্ধে তামা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জুনে। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুনে পেরু ২ লাখ ৪১ হাজার ৮০১ টন তামা উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ২১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
চলতি বছরের শুরুর দিকে বহুমুখী প্রতিবন্ধকতায় চ্যালেঞ্জের মুখে পড়েছিল পেরু। বিশেষ করে শ্রমিক অসন্তোষ উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়ায়। যদিও পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় দেশটির খনিগুলো। শুধু তামা নয়, বছরের প্রথমার্ধে দস্তা, সিসা ও লোহা উৎপাদনও বেড়েছে।
পেরু সরকার জানায়, চলতি বছর ২৮ লাখ টন তামা উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পেরুর খনিগুলো টেকসইভাবে তামা উত্তোলন করছে। পুরো বছর উত্তোলনে এমন ধারা বজায় থাকতে পারে। দেশটির শীর্ষ খনি ক্যারো ভার্দে, কোলাভেকো ও লা বাম্বাসের ভালো পারফরম্যান্স উত্তোলন বাড়াতে প্রধান ভূমিকা পালন করেছে। গত বছর শ্রমিক বিক্ষোভের কারণে এসব খনিতে উত্তোলন কমে গিয়েছিল।
এনজে