‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ১৪৮ দেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১০ ১৫:৩৫:৪৮

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ১৪৮টি দেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপ হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এই অবস্থায় সচেতন না হলে সরকারের একার পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন।
তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার স্বাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে যা যা করা দরকার, সরকার সবই করবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













