ফিউচার মার্কেটে দাম বাড়ছে আকরিক লোহার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১২ ০৯:০১:১০


চাহিদা স্থিতিশীল থাকায় ফিউচার মার্কেটে দাম বাড়ছে আকরিক লোহার।চীনের প্রধান স্টিল কারখানায় উৎপাদন কার্যক্রম আবার চালু করায় তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে মূল্য দশমিক ৯৭ শতাংশ বেড়ে প্রতি টন ৭২৫ ইউয়ানে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।

কিছু কারখানা কার্যক্রম আবার চালু হওয়ায় আগামী দিনগুলোয় আকরিক লোহার চাহিদা স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বেইজিংভিত্তিক সিনোস্টিল ফিউচার্সের বিশ্লেষক চেং ফেং বলেছেন, ‘‌আমদানি মূল্য সাম্প্রতিক দিনগুলোয় স্বাভাবিক ছিল। ফলে ব্যবসায়ীরা আগ্রহী হয়েছে, আমদানিতেও স্পটস মূল্য বেড়েছে।’

আকরিক লোহার মূল্য চলতি বছরে কমার ঝুঁকিতে রয়েছে। স্টিল প্রস্তুতকারীরা কাঁচামাল আমদানিতে সতর্ক পদক্ষেপ নিচ্ছেন। বিবেচনায় নিয়েছেন সম্ভাব্য সব অনুঘটককে। স্টিল উৎপাদন শিল্প সংকুচিত হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন হুয়াতাই বিশ্লেষকরা।

স্টিল উৎপাদনের অন্যান্য উপাদানের মূল্যও বেড়েছে। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে মূল্য কিছুটা নিম্নমুখী থাকলেও কারখানা কার্যক্রম ও চাহিদায় শ্লথগতির আশঙ্কায় সতর্কভাবে পা ফেলছেন উৎপাদনকারীরা। এদিকে চীনের আবাসন খাতের বাজার নতুন করে গতি পেয়েছে এবং ডেভেলপারপ্রতিষ্ঠান কান্ট্রি গার্ডেন অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, যা দেশের উৎপাদন কার্যক্রমে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানকে বিবেচনা করতে বাধ্য করছে।

এনজে