ভিয়েতনামের চাল রফতানি বেড়েছে ২১ শতাংশ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-১৪ ০৯:২৮:১২


চলতি বছরের প্রথম সাত মাসে লক্ষণীয় মাত্রায় বেড়ছে ভিয়েতনামের রফতানি। বিভিন্ন দেশে বৈরী আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়া, ভারতের রফতানি বন্ধের সিদ্ধান্ত এবং ঊর্ধ্বমুখী চাহিদা দেশটিকে রফতানি বাড়াতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে দেশটির চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ ৯০ হাজার টনে। চলতি বছর ৭০-৮০ লাখ টন চাল রফতানির সম্ভাবনা দেখছে ভিয়েতনাম।

এনজে