জঙ্গিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
আপডেট: ২০২৩-০৮-১৪ ১৪:৩১:০৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিরা মাথাচাড়া দেয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৫ আগস্টের কুশীলবদের চিহ্নিত করা হবে।
সোমবার (১৪ আগস্ট) শোক দিবস উপলক্ষ্যে এতিমখানায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান জানিয়েছেন, ১৫ আগস্ট কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো শঙ্কা ও নিরাপত্তার হুমকি নেই। আর আন্দোলনের নামে বিএনপি নাশকতা করলে ছাড় নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













