কোস্টারিকার কফি রফতানি জুলাইয়ে গত বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৩ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে পানীয় পণ্যটির রফতানি নেমেছে পাঁচ বছরের সর্বনিম্নে। দেশটির কফি ইনস্টিটিউট আইক্যাফে সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই প্রতিবেদনে বলা হয়, লজিস্টিকস-সংক্রান্ত জটিলতার কারণে রফতানিতে এমন নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। জুলাইয়ের মধ্য আমেরিকার দেশটি ১ লাখ ১ হাজার ৬৭৩ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি করে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৫২ হাজার ৪৮২ ব্যাগ।
সরকারি তথ্য বলছে, চলতি কফি মৌসুমের প্রথম ১০ মাসে দেশটি সব মিলিয়ে ৮ লাখ ৬১ হাজার ৮১৭ ব্যাগ কফি রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি করেছে ৬ দশমিক ৮ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, গত মৌসুমে কোস্টারিকায় বেশ ভালো পরিমাণ কফি উৎপাদন হয়েছে। পর্যাপ্ত মজুদও রয়েছে। কিন্তু কনটেইনার ও জাহাজ সংকটে রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক গড় দামের তুলনায় কোস্টারিকান কফির দাম ভোক্তার অনুকূলেই বলে জানিয়েছে আইক্যাফে।
এনজে