দুই বছর পর আবার ফিরছেন সারিকা
প্রকাশ: ২০১৬-০৬-০৮ ১৯:২৯:২১

একসময়ের শীর্ষ মডেল ছিলেন। ব্যস্ততায় সময় পেতেন না নাওয়া খাওয়ারও। বলছি সারিকার কথা। ২০১৪ সালে হঠাৎ বিয়ে করে মিডিয়াতে অনিয়মিত হয়ে পড়েন জনপ্রিয় এই তারকা।
এরপর স্বামী-সন্তান-সংসার এই তিন ‘স’ নিয়েই সারিকার দিনযাপন। আর কখনো অভিনয় বা শোবিজে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে বিবাহোত্তর সংবর্ধনাতে বলেছিলেন, ‘শেবিজে ফেরার আপাতত কোনো ইচ্ছে নেই।’ তার এই ঘোষণায় ভক্তদের মনে ক্ষোভ সৃষ্টি হয়।
তবে সেই ক্ষোভে কিছুটা হলেও হাত বুলিয়ে দেবেন সারিকা। প্রায় দুই বছর পর পর্দায় ফিরছেন তিনি। আসছে ঈদে সারিকাকে দেখা যাবে ফ্যাশন বিষয়ক বিশেষ ঈদ অনুষ্ঠান ‘লাক্স স্টাইলচেক’। এটি পরিচালনা করছেন তানিয়া আহমেদ।
জানা গেছে, গেল ৬ জুন রাতে সারিকা’র পর্বটি দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। মারিয়া নূরের উপস্থাপনায় ফ্যাশন বিষয়ক নানান প্রশ্নের উত্তর দিয়েছেন সারিকা। মিডিয়াতে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে সারিকা বলেন, ‘এবারের ঈদে অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে আগামী ঈদে কিংবা তারপরে অভিনয়ে ফেরার ইচ্ছে আছে। সেটা পুরোপুরি সময়ের উপর নির্ভর করছে, দেখা যাক কী হয়!’
১৯৫২ এন্টারটেইনম্যান্ট লিমিটেড প্রযোজিত ‘লাক্স স্টাইলচেক’ অনুষ্ঠানে আসছে ২৪ জুন একযোগে ১৬টি’র বেশি চ্যানেলে সারিকাকে দেখা যাবে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













