

সিরিয়ার দ্বিতীয় নগরী আলেপ্পোর পার্শ্ববর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বুধবার সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ১৫ জনের মধ্যে কেবল শার এলাকায় আল-বায়ান হাসপাতালের বাইরে হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। তবে উদ্ধার কর্মীরা নিহতের সংখ্যা ২৩ বলে উল্লেখ করেছেন।
সানবিডি/ঢাকা/আহো