বিশ্ববাজারে দশমিক ৩ শতাংশ কমেছে তামার দাম

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-১৮ ০৯:১৭:৫২


বৈশ্বিক বাজারে বৃহস্পতিবার তামার দাম কমে ১১ সপ্তাহের সর্বনিম্নে। ডলারের বিনিময় মূল্য শক্তিশালী হয়ে ওঠায় ধাতুটির বাজারদর নিম্নমুখী। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই)বৃহস্পতিবার তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ১৪৩ ডলারে। কার্যদিবসের শুরুতে দাম উঠেছিল টনপ্রতি ৮ হাজার ১২০ ডলারে, যা ১১ জুনের পর সর্বনিম্ন।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭১০ ইউয়ান বা ৯ হাজার ২৫৩ ডলার ৯২ সেন্টে।

তথ্য বলছে, বৃহস্পতিবার ডলারের বিনিময় মূল্য বেড়ে দুই বছরের সর্বোচ্চে পৌঁছায়। ডলারের দাম বাড়ায় অন্য মুদ্রার ক্রেতাদের কাছে তামা ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে তাদের কাছে ধাতুটির চাহিদা কমেছে, যা দাম কমার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে।

এদিকে এলএমইতে তামার পাশাপাশি অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ১৩২ ডলার ৫০ সেন্টে। নিকেলের দাম কিছুটা অপরিবর্তিত। প্রতি টন লেনদেন হচ্ছে ১৯ হাজার ৮১০ ডলারে। কমেছে দস্তা ও টিনের দামও।