নগ্ন অবস্থায় দুই মডেল আটক!
প্রকাশ: ২০১৬-০৬-০৮ ২১:৫৪:২২

খবর ছিল বেশ কিছুদিন ধরেই। তবে কোনও ভাবেই বাগে আনা যাচ্ছিল না। অবশেষে সাজানো হয় গল্পের সেই প্লট। আর তাতেই নাকি বাজিমাত।
সরাসরি পুলিশের জালে দুই অভিনেত্রীসহ ৪জন। তাদের বিরুদ্ধে একটি সেক্স র্যাকেট চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চালানো হতো এই সেক্স র্যাকেট। প্রতি কাজের ক্ষেত্রে ৫০হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হতো। অধিকাংশ ক্ষেত্রেই এই র্যাকেটের খদ্দের ছিল কর্পোরেট কর্তারা।
ঘটনার বিবরণে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় এই চক্রটি কাজ করছিল। পুলিশ তাদের নাগাল পেলেও কোনও ভাবেই ধরা যাচ্ছিল তাদের। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে এই ঘটনার পিছনে একটি বড় চক্র কাজ করছে। রয়েছে একটি জনপ্রিয় টিভি শো ‘সাবধান ইন্ডিয়া’-র অভিনেত্রীও।
অবশেষে, পুলিশ গোটা ঘটনার হদিশ পেতে সাজায় গল্প। মহারাষ্ট্র পুলিশের একটি দল ওই এলাকায় যায় কাস্টোমার সেঁজে। যোগাযোগ করে ওই দুই মডেল ও আরও দু’জনের সঙ্গে। আর তারপরই উঠে আসে সব সত্যি।
কার্যত অর্ধনগ্ন অবস্থায় গ্রেফতার করা হয় দুই মডেল অভিনেত্রীকে। তবে, এই ঘটনার পিছনে থাকা মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













