
তুলার আমদানি বাড়িয়েছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তান কটন জিনারস অ্যাসোসিয়েশন (পিসিজিএ) প্রকাশিত সর্বশেষ পাক্ষিক তথ্য বলছে, ১ আগস্টের তুলনায় ১৫ আগস্ট পাকিস্তানে তুলার আগমন বেড়ে ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। গত ১ আগস্ট পাকিস্তানে তুলার চালান এসে পৌঁছেছিল ১৪ লাখ ৩০ হাজার বেল, যা ১৫ আগস্ট পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার বেল বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ২০ হাজার বেলে। খবর বিজনেস রিকর্ডার।
পিসিজিএ বলেছে, ২০২২ সালের ১ আগস্টের ডেটা সংগ্রহ করা হয়নি বলে বছরওয়ারি তুলনা করে দেখা সম্ভব হয়নি। গত বছর আকস্মিক বন্যায় পাকিস্তানের বহু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তানে। টেক্সটাইল সেক্টরের জন্য একটি অপরিহার্য কাঁচামাল হচ্ছে তুলা। ফলে তুলার আগমন বাড়ার খবর এ মুহূর্তে নগদ অর্থ সংকটে পড়া পাকিস্তানের জন্য একটি ইতিবাচক খবর।
পিসিজিএ তথ্য অনুযায়ী, পাঞ্জাব থেকে তুলার চালান বেশ বেড়েছে। পাঞ্জাবে তুলার আগমন ১ আগস্ট ছিল ৩ লাখ ৯০ হাজার বেল, যা থেকে ৬৪ শতাংশ বেড়ে ১৫ আগস্ট পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার বেল হয়েছে।
একইভাবে সিন্ধুতে ১ আগস্ট তুলার আগমন রেকর্ড করা হয়েছে ১০ লাখ ৪০ হাজার বেল, ১৫ আগস্ট পর্যন্ত যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৮০ হাজার বেল। অর্থাৎ ১৫ দিনের ব্যবধানে তুলার আগমন বেড়েছে ৪ লাখ ৪০ হাজার বেল বা ৪২ শতাংশ।
এনজে