লিওনেল মেসির হাত ধরেই লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় রোববার (২০ আগস্ট) সকাল ৭টায় জিওডিস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুর ২৩ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন বিশ্বকাপজয়ী মেসি। এই এক গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় মায়ামি। কিন্তু বিরতির পর ৫৭ মিনিটে ন্যাশভিলের হয়ে গোল করে সমতায় আনেন ফাফা পিকাউল্ট। এরপর কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের প্রথম পাঁচটি শট থেকে উভয় দল ৪টি করে গোল করেন। কিন্তু সমতা বিরাজ করায় পেনাল্টি জারি থাকে। সেখানেও প্রতিটি শটেই গোল পায় উভয়পক্ষ। তখন ফল নির্ধারণের দায়িত্ব পড়ে দুই দলের গোলরক্ষকদের ওপর। মায়ামি গোলরক্ষক গোল পেলেও, ন্যাশভিলের শট ঠেকিয়ে দেন মেসিদের কিপার। এতে করে প্রথমবারের মতো কোনো শিরোপা ঘরে তোলে মায়ামি।
এই ম্যাচে মায়ামি ৫৯ শতাংশ এবং ন্যাশভিল বল দখলে রেখেছিল ৪১ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি শট করেছে ২টি ও আর ন্যাশভিল করেছে ৬টি শট।
লিগস কাপের ফাইনালে গোল করার মধ্য দিয়ে টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন মেসি। এমন কীর্তি টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম। মায়ামির হয়ে ৭ ম্যাচ থেকে ১০ গোল আদায় করেন মেসি।
এম জি