কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের মেয়াদ বাড়ল
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৮-২১ ১৭:০০:২১

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমানের চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতা ও একই শর্তে আগামী ৩১ অক্টোবর থেকে ছয় মাসের জন্য তাকে একই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে সোমবার (২১ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে এতে জানানো হয়।
পেশাদার কূটনীতিক হিসেবে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে ও নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










