আ.লীগ ক্ষমতায় না থাকলে দেশ পাকিস্তান বা আফগানিস্তান হবে: তথ্যমন্ত্রী
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৮-২২ ১৫:০৩:২৪

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে দেশ পাকিস্তান বা আফগানিস্তান হবে।
তিনি বলেন, বাংলাদেশে কারা ক্ষমতায় থাকবে, জনগণ তার সিদ্ধান্ত নেবে। পাশের দেশ কী চিন্তা করছে, তা দেখার বিষয় নয়। কিন্তু এসব ঘটনায় ভারত-আমেরিকার সাথে সরকারের সম্পর্ক নষ্ট হবে না।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় পত্রিকার প্রতিবেদন সত্য। সরকার ক্ষমতায় না থাকলে দেশ সংকটে পড়বে। সন্ত্রাসী ও মৌলবাদী গোষ্ঠীর উত্থান হবে।
হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের নির্দেশনায় ও খালেদা জিয়ার অনুমোদনে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। হামলার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা। গ্রেনেড হামলার বিচার উচ্চ আদালতে বিশ্লেষণ চলছে। রায় বহাল থাকলে দণ্ড কার্যকর হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













