রাজনৈতিক দৃশ্যপট থেকে বিএনপির বিদায় প্রয়োজন: তথ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৭ ১৪:০৫:২০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অপরাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। এজন্য তাদের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় হওয়া প্রয়োজন।
রোববার (২৭ আগস্ট) ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নারীনেত্রী আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির ৩ নেতা চিকিৎসার জন্য বিদেশে গেছেন। এটা কি আসলে চিকিৎসা না কোন ষড়যন্ত্র করতে গেছেন, সেটাই প্রশ্ন।
তিনি বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বিএনপির নির্বাচন বর্জনের হুমকিতে কিছু যায় আসে না। দলটির এ আহবানে জনগণ সাড়া দেবে না। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। তারেক রহমান যতোদিন নির্বাচন করতে পারবেন না, ততোদিন তার দলের কাউকে নির্বাচন করতে দেবেন না।
যে দল নির্বাচন করতে দেয় না, সে দল কেন করেন-বিএনপি নেতাদের এমন প্রশ্নও করেন তিনি।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













