কাউকে না খেয়ে বিছানায় যেতে হয় না: পরিকল্পনামন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৭ ১৪:৩২:২৭

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলছেন, দেশে বৈষম্য বেড়েছে অস্বীকার করার সুযোগ নেই। তবে এখন আর কাউকে না খেয়ে বিছানায় যেতে হয় না।
রবিবার(২৭ আগস্ট) রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি সংস্থা সূচনা আয়োজিত এক সেমিনারে এসব বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, সরকার দেশের উন্নয়নে ব্যাপক কাজ করছে বলেই এখন মানুষের মাথাপিছু আয় তিন হাজার ডলারের কাছাকাছি। অতি দারিদ্রের হার নেমে এসেছে চার-পাঁচ শতাংশের মধ্যে।
তিনি বলেন, বাংলাদেশে এনজিওগুলো ক্ষুদ্র ঋণ বিতরণে, বাচ্চাদের টিকা দানের মতো কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখছে। তবে দেশের আইনকানুন তাদের মেনে চলতে হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













