নগদ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যাহার করল কেন্দ্রীয় ব্যাংক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৯ ২০:৫১:৫৯

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নগদ ফাইন্যান্স পিএলসিকে দেওয়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স (সনদ) প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপন অনুসারে প্রতিষ্ঠানটির সনদ দেওয়ার দিন তথা ১৪ মে থেকে অকার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ১০ জুলাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খানের স্বাক্ষরে একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। গত ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় গৃহীত হয়।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













