হিলিতে কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৩-০৮-৩০ ০৯:০৬:০৯
পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও বাড়তি দামের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর ক্রেতা সংকট দেখা দিয়েছে। এ কারণে দুদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা করে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ভারত থেকে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। শনিবার বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ হঠাৎ করে বেড়ে ৬০ টাকায় উঠে যায়। বর্তমানে তা কমে ৫০ থেকে ৫১ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া নাসিক জাতের যে পেঁয়াজ ৬৫ টাকায় উঠেছিল, বর্তমানে তা কমে প্রকারভেদে ৫৫ থেকে ৫৭ টাকায় নেমেছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘১৯ আগস্ট পেঁয়াজ রফতানিতে ৪০ ভাগ শুল্ক আরোপ করে ভারত সরকার। এতে করে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা বাড়তি শুল্ক পরিশোধ করায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত আছে। তবে ভারতে শুল্ক আরোপের কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি ওঠানামা করছে। বর্তমানে বন্দর দিয়ে আমদানি খানিকটা বেড়েছে। সোমবার বন্দর দিয়ে ৫০টি ট্রাকে ১ হাজার ৪৮৮ টন পেঁয়াজ আমদানি হয়। রোববার আমদানি হয় ৮৯৩ টন। গতকালও বন্দর দিয়ে আমদানি ছিল।’
এনজে