বাজারে সিন্ডেকেট বলে কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-৩০ ১৩:৪৮:৫৬

বাজারে সিন্ডেকেট বলে কিছু নেই বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, পণ্যের সরবরাহ কমে গেলে কোনো কোনো ব্যবসায়ী দাম বাড়ায়।
বুধবার (৩০ আগস্ট) রাজধানীতে হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, গতকালের সংবাদ সম্মেলনে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী সাথে থাকলেও সিন্ডিকেটের বিষয়ে তাঁর সাথে কোনো কথা হয়নি।
জিনিসপত্রের দাম বৃদ্ধি অব্যাহত থাকার প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে এর সমাধান সম্ভব নয়। ভারতের বাজারে সাথে বাংলাদেশের বাজারের তুলনা করাও ঠিক নয় বলে মন্তব্য করেন টিপু মুন্সী। এর আগে, ইউ এস চেম্বার অফ কমার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাউথ এশিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বৈঠকের বিষয়ে তিনি বলেন, প্রতিনিধি দল বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













