

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বাবা হ
তে চলেছেন। আসছে সেপ্টেম্বরে আশরাফুল-অর্চি দম্পতির কোলজুড়ে আসছে ছেলে সন্তান।
স্পট ফিক্সিংয়ের জন্য আপাতত সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আশরাফুল। আগস্টে তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। ক্রিকেটে ফেরার কিছুদিন বাদেই প্রথমবারের মতো বাবা হবেন মোহাম্মদ আশরাফুল। তাই এখন তার সময় বেশ আনন্দে কাটছে।
মারকুটে এই ব্যাটসম্যান নিজেই শুভ সংবাদের কথা জানিয়েছেন। তবে সন্তান ছেলে না মেয়ে তা তিনি বলতে চাননি।
আশরাফুল বলেন, 'অবশ্যই ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, ক্রিকেটেও ফিরছি- এর চেয়ে আনন্দের আর কী হতে পারে?'
তবে আশরাফুলের বাবা আবদুল মতিন জানিয়েছেন, ইনশাআল্লাহ তাদের পরিবারে নতুন অতিথি নাতিই আসছে!
গতবছরের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনেক রেকর্ডের সাক্ষী আশরাফুল ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি ২০ ম্যাচ খেলেছেন। সবমিলে তার রান ৬ হাজার ৬৫৫।
সানবিডি/ঢাকা/এসএস