শেখ হাসিনা থাকলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-৩১ ১৪:৫৫:১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যাকে হারাতে চাই না। তিনি থাকলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজারবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে কারা ছিলো? কারা এর সুফলভোগী হয়েছিলো এটি জাতি জানতে চায়।
বঙ্গবন্ধুর বাকী হত্যাকারিদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের উন্নয়নের কারণে পাকিস্তানও এখন বাংলাদেশের মতো হতে চায়।
তিনি আরও বলেন, এ দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। যারা দেশকে পিছিয়ে নিতে চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













