পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলায় ৯ পুলিশ সদস্য প্রাণ হারালেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বোমা বিস্ফোরণে আরও ২০ জন গুরুতর আহত হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।
প্রতিরক্ষা দফতর জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় হামলার শিকার হয় নিরাপত্তা বাহিনী। জায়গাটি আফগান সীমান্তের কাছাকাছি। এক মোটরসাইকেল আরোহীর শরীরে বোমা বাধা ছিলো। পুলিশের গাড়িবহরের মাঝে ঢুকে সে ঘটায় আত্মঘাতী বিস্ফোরণ। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে জঙ্গি সংগঠন আল-কায়েদা বা আইএস-এর দিকে যাচ্ছে সন্দেহ।
পাকিস্তানি পুলিশের অভিযোগ, তাদের অর্থ-অস্ত্র দিয়ে মদদ করছে প্রতিবেশী তালেবান সরকার।
গেলো মাসেই, প্রদেশটির রাজনৈতিক সমাবেশে ঘটানো হয় বিস্ফোরণ। প্রাণ যায় ৬০ জনের।
এম জি