আকরিক লোহার দাম বাড়ার পূর্বাভাস
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৯-০২ ১০:২০:২৪

আকরিক লোহার দাম টানা চতুর্থ সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। মূলত সংকটাপন্ন আবাসন খাতের পুনরুদ্ধারে চীন নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার পরিপ্রেক্ষিতে আকরিক লোহার দাম বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়, চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সর্বাধিক লেনদেন হওয়া আকরিক লোহার দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি টন ১১৬ ডলার ১৬ সেন্টে লেনদেন হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরের আকরিক লোহার বেঞ্চমার্ক দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি টন ১১৬ ডলার ৪৫ সেন্টে দাঁড়িয়েছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক নিয়ন্ত্রকরা সম্প্রতি আবাসন খাতের ক্রেতাদের সহায়তার জন্য ঋণের নিয়মে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রথম বাড়ির ক্রেতাদের জন্য বিদ্যমান বন্ধকের হার কম করা। এছাড়া নির্দিষ্ট কিছু শহরে ডাউন পেমেন্ট কমেছে। এ কার্যক্রমগুলোর লক্ষ্য দেশটির আবাসন খাতকে পুনরুজ্জীবিত করা।
কাইক্সিন বা এসঅ্যান্ডপি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) জুলাইয়ের ৪৯ দশমিক ২ থেকে আগস্টে ৫১-তে উন্নীত হয়েছে। এটি বিশ্লেষকদের ৪৯ দশমিক ৩-এর পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। ফেব্রুয়ারির পর এটি সর্বোচ্চ।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাওশান আয়রন অ্যান্ড স্টিলের মহাব্যবস্থাপক চলতি সপ্তাহে প্রথমার্ধের আয় সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন, ‘চীন চলতি বছর ইস্পাত উৎপাদন সীমিত রাখবে।’
বাজার বিশ্লেষক ও গবেষণা প্লাটফর্ম মাইস্টিলের তথ্যানুযায়ী, পোর্টসাইড আকরিক লোহার মজুদ সপ্তাহে ৯ লাখ ৪২ হাজার ৮০০ টন বেড়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত ১২ কোটি ১২ লাখ টনে দাঁড়িয়েছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













