এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে সেভাবে ঝড় তুলতে পারেনি ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ২৬৬ রানেই গুটিয়ে গেছে রোহিত শর্মারা। যতক্ষণে গুটিয়ে গেছে তখনও ইনিংসের ৭টি বল বাকি ছিল। ২৬৭ রান করলেই ভারতকে হারাতে পারবে বাবর আজমরা।
শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিং করে ভারত। ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া ছাড়া ভারতের আর কারো ব্যাটে রান আসেনি। এই জুটি থেকে আসে ১৩৮ রান। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ৪টি এবং হারিস রউফ ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন।
ইশান কিষান ৮১ বলে ৮২ এবং হার্দিক পান্ডিয়া ৯০ বলে ৮৭ রান করেন। বাকিদের মধ্যে বুমরাহ ১৬, জাদেজা ১৪, আয়ার ১৪, রোহিত ১১ এবং শুভমান ১০ রান করেন।
এএ