

অবশেষে নিজের অনাগত সন্তানকে নিয়ে মুখ খুললেন করিনা কাপুর।কয়েকদিন ধরেই জোর গুঞ্জন চলছিল তার প্রেগন্যান্সি নিয়ে।তার বাবা রণধীর কাপুরও বলেছিলেন, ‘সন্তান হওয়ার জন্য করিনার জীবনে এটাই আদর্শ সময়।’ কিন্তু কারিনা বা সাইফের মুখে ছিল কুলুপ।
কিন্তু সব জল্পনার অবসানে কারিনা বললেন, ‘আমিও এই প্রেগন্যান্সির গসিপটা শুনেছি। আপনারা এটা নিয়ে আলোচনা করছেন শুনেই আমার খুব এক্সাইটেড লাগছে। ঈশ্বরের কাছে চাইছি এটা যেন সত্যি হয়। আফটার অল আমি একজন মেয়ে। তবে এর থেকে বেশি কিছু বলার সময় এখনও আসেনি।’
এর পর মুচকি হেসে কারিনা জানিয়েছেন, লন্ডনে তাঁর নাকি পাঁচ জন লুকনো সন্তান রয়েছে। তাদের সম্বন্ধে যদিও বিস্তারিত কিছু জানাননি।খবর: আনন্দবাজার
সানবিডি/ঢাকা/আহো