সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৮৬ বারে ১৭ লাখ ১৪ হাজার ৬৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আরডি ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৬৫ বারে ২০ লাখ ৬২ হাজার ১২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যামারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭৯২ বারে ৯ লাখ ৫৮ হাজার ৩৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আল-হাজ্ব টেক্সটাইলের ১.৬৭ শতাংশ, ইনটেকের ১.৫৩ শতাংশ, আরামিট সিমেন্টের ১.৪৮ শতাংশ, পূবালী ব্যাংকের ১.৪৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ১.১০ শতাংশ, শামপুর সুগার মিলসের ১.০৮ শতাংশ এবং ইমাম বাটনের ১.০৩ শতাংশ শেয়ারদর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস