তুরস্কের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার জয়
প্রকাশ: ২০১৬-০৬-১২ ২১:৫১:০৪

ইউরোপিয়ান প্রতিযোগিতায় কখনোই নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি তুরস্ক। অন্যদিকে তুরস্কের বিপক্ষে কখনোই হারেনি ক্রোয়েশিয়া। সবরকম পরিসংখ্যানই ছিলে ক্রোয়েশিয়ার পক্ষে। ম্যাচ শেষে ফলাফলও গেল তাদের পক্ষে। ইউরো কাপের প্রথম ম্যাচেই তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিল আন্ডারডগ ক্রোয়েশিয়া।
ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে নিয়ে আক্রমণে যেতে থাকে মদ্রিচ-রাকিতিচের দল। কিন্তু কোন দলই গোল পাচ্ছিল না। ২২ মিনিটেই ক্রোয়েশিয়ার ব্রোজোভিচ গোলের সুযোগ নষ্ট করেন। কিন্তু প্রথমার্ধের শেষের ৪ মিনিট আগে ২৫ গজ দূর থেকে আচমকা এক ভলিতে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতা মিডফিল্ডার লুকা মদ্রিচ।
বিরতি থেকে ফিরে এসেও চলে মানজুকিচ মদ্রিচদের আক্রমণ। ৫১ মিনিটে ক্রোয়েশিয়ার স্রানের হেড বাড়ে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় ক্রোয়েশিয়া। ৭২ মিনিটে পেরেসিচের শট আবারো বারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় ক্রোয়োশিয়া। শেষ পর্যন্ত ঐ ১ গোলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












