বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছে নাইজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু জানিয়েছেন, শুধুমাত্র জাতিসংঘ মিশনে দেশের দুইজন কূটনীতিক থাকবেন। রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, কূটনৈতিক মিশনগুলোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্য নিয়ে রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের দেশে ডেকে পাঠিয়েছেন প্রেসিডেন্ট তিনুবু।
প্রেসিডেন্টের উপদেষ্টা আজুরি এঞ্জেলালে গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) জানান, প্রেসিডেন্ট তিনুবু বিশ্বের যেসব দেশে নাইজেরিয়ার রাষ্ট্রদূত বা সমমর্যাদার কূটনীতিক রয়েছেন তাদের সবাইকে দেশে ডেকে পাঠিয়েছেন এবং তার এই নির্দেশ দ্রুত কার্যকর হবে।
ধারণা করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে নাইজেরিয়ার যেসব দূতাবাস ও কনস্যুলেট অফিস রয়েছে তাদের কার্যক্রম গভীরভাবে বিশ্লেষণ করে দেখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট তিনুবুর প্রশাসন চাইছে সারা বিশ্বে নাইজেরিয়ার কূটনীতিকরা আন্তর্জাতিকমানের কূটনৈতিক তৎপরতা চালাবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বব্যাপী নাইজেরিয়ার ১০৯টি কূটনৈতিক মিশন রয়েছে।
প্রেসিডেন্ট তিনুবু চলতি বছরের মে মাসের শেষ দিকে নাইজেরিয়ার দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে এখন পর্যন্ত প্রতিরক্ষাসহ বেশ কিছু খাত সংস্কার করেছেন। তবে এর মধ্যে দেশটিতে খাদ্য ও পরিবহন খরচ তীব্রভাবে বেড়েছে।
এএ