‘হাতের গোলে’ কোপা থেকে ব্রাজিলের বিদায় (ভিডিওসহ)
আপডেট: ২০১৬-০৬-১৩ ১০:৪৮:২৯

কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সোমবার (১৩ জুন) পেরুর কাছে ‘বিতর্কিত’ এক গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো কার্লোস দুঙ্গার দল। এই পরাজয়ে ২৯ বছর পর কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো ৮ বারের চ্যাম্পিয়নদের।
এদিন কোয়ার্টার ফাইনালের ওঠার জন্য অন্তত ড্র দরকার ছিল ব্রাজিলের। খেলার ৭৫ মিনিট পর্যন্ত গোল ঠেকিয়ে রেখেছিল নেইমার না থাকা দল ব্রাজিল। কিন্তু ৭৫তম মিনিটে পেরুর রাউল রুদিয়াজের একটি বিতর্কিত গোল হজম করতে হয় সেলেকাওদের। রাউল বলটি হাত দিয়ে গোলপোস্টে ঢুকিয়েছিল কি না তা নিয়ে দেখা দেয় বিতর্ক। দুই পক্ষের মধ্যে দেখা দেয় কথা কাটাকাটি। টিভি রিপ্লেতে পরিস্কার দেখা যায় বলটি হাত দিয়েই ঢুকিয়ে দেয় রুদিয়াজ। কিন্তু টিভি রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টানোর কোন সুযোগ নেই রেফারিদের হাতে। ফলে যা হবার তাই হলো। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
এবার নিজ দেশে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য আমেরিকা মহাদেশের মর্যাদার এই লড়াইয়ে খেলা থেকে বিরত রাখা হয় নেইমারকে।
দেখুন সেই ভিডিও..
https://www.youtube.com/watch?v=M-b8lAf0Ec0







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












