এশিয়া কাপে নিজদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত। সোমবার (৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেল স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে ভারত। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠে ছাড়ে দু'দল। তাই সুপার ফোরে যেতে এই ম্যাচে জিততে হবে ভারতকে।
অন্যদিকে পাকিস্তানের কাছে ২৩৮ রানের বড় ব্যবধানে হেরে যায় নেপাল। শক্তির বিচারে ভারতের চেয়ে অনেক পিছিয়ে নেপাল। তবে চমক দেখাতে চায় তারা। ভারতকে হারাতে পারলেই ইতিহাস গড়ে সুপার ফোরে পা রাখবে নেপাল।
তবে এই ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। এই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়বে দু'দল। তাহলে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সুপার ফোরে পা রাখবে ভারত।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহম্মদ সামি, মোহম্মদ সিরাজ।
নেপাল একাদশ: কুশল ভুর্তৈল, আসিফ শেখ, রোহিত পাওডেল, ভীম শারকি, কুশল মল্লা, দীপেন্দ্র এরী, গুলশন ঝা, সোমপাল কামী, করণ কেসী, সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।
এম জি