বেশ কিছু সিরিজ ধরে জাতীয় দলের বাইরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চলমান এশিয়া কাপের দলেও জায়গা হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারের। অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপে। রিয়াদ বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা।
তবে রিয়াদকে নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজেই দলে দেখা যেতে পারে রিয়াদকে। এমনটায় ইঙ্গিত দিয়েছেন বিসিবি প্রধান।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে রিয়াদ-মোসাদ্দেক হোসেনরা নিউজিল্যান্ড সিরিজের দলে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ওদের সুযোগ থাকবে খেলার। আমার মনে হয়। আমি জানি খেলবে। এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি। নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকত সে আমাদের দলে থাকত। তামিম-লিটন যাবে। তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে।
এএ