তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গারা বিএনপি’র সময় থেকেই বাংলাদেশে আসা শুরু করেছে। তাদেরকে ফেরত পাঠাতে পারেনি বিএনপি।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তখন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি আর এখন সভা সেমিনার করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চেষ্টা করছে। বিএনপি দেশের নির্বাচনী ব্যবস্থা ভণ্ডুল করতে চায়। তবে নির্বাচনে বাধা দিলে এবার দেশের মানুষ কঠোর হাতে দমন করবে এবং আওয়ামী লীগও চুপচাপ বসে থাকবে না।
এম জি