সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, দর কমেছে ৬৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির।
ডিএসইতে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা দেড় মাস বা ৩১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে চলতি বছরের ২৪ জুলাই আজকের চেয়ে বেশি অর্থাৎ ৭৪৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৭ পয়েন্টে।
সিএসইতে ১৭১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দর বেড়েছে, কমেছে ৪০ টির এবং ৬৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস