পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানা পরিদর্শন করতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি ডিএসইর একটি পরিদর্শক দল নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির বর্তমান উৎপাদন অবস্থা দেখতে কারখানা পরিদর্শনে যান। কিন্তু কোম্পানিটির কারখানা প্রাঙ্গণ সম্পূর্ণভাবে বন্ধ থাকায় দলটি ভিতরে ঢুকতে পারেনি এবং কারখানা বর্তমান উৎপাদন অবস্থা পরিদর্শন করতে পারেনি।
উল্লেখ্য, নর্দার্ণ জুটের শেয়ার দর মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ০.৪০ টাকা বেড়ে ২১২.৮০ টাকায় দাঁড়ায়। পাট খাতের এই কোম্পানিটি ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটিতে মোট শেয়ারের মধ্যে ১৫.০৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮৪.৯১ শতাংশ শেয়ার।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস