বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জনগণকে ভয় দেখিয়ে আবার ক্ষমতায় আসতে চায়। সে কারণেই বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে সরকার।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শমরিতা হাসপাতালে গত ২৬ আগস্ট কুমিল্লার লালমাই উপজেলা কর্মীসভায় আওয়ামী লীগের হামলায় আহত নেতাকর্মীদের দেখতে এসে এসব বলেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, এই সরকার জনগণের মাঝে ভয়ের রাজনীতি শুরু করেছে, যা জনগণই রুখে দিবে। জনগণ এই সরকারের আমলে ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়।
তিনি বলেন, কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হত্যা করার জন্যই হামলা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। অতর্কিত হামলায় তাদের শারীরিক অবস্থা গুরুতর। নির্বাচনকে ঘিরে এই ধরনের হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
এম জি