এশিয়া কাপের দল ঘোষণার সময় ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, ৫ সেপ্টেম্বর ভারতের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এবার সেটাই করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঘোষিত এই দলে বেশ কিছু চমক রেখেছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ভারতের ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ইনজুরির কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে না পারা লোকেশ রাহুল। চায়নাম্যান কুলদীপ যাদব ডাক পেলেও জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের।
রোহিত শর্মাকে অধিনায়ক রেখে ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি এশিয়া কাপে ভারতের স্ট্যান্ডবাই হিসেবে থাকা সাঞ্জু স্যামসনের। দর্শক হয়েই ঘরের মাঠে বিশ্বকাপ দেখবেন তিনি।
দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে প্রায় সবাই রয়েছেন। প্রত্যাশা অনুযায়ী জায়গা পেয়েছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। আর সম্প্রতি অফফর্মে থাকা সূর্যকুমারও স্কোয়াডে জায়গা পেয়েছেন।
তরুণ ক্রিকেটারদের মধ্যে শুভমান গিল আর ইশান কিষাণও জায়গা পেয়েছেন। স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরের স্কোয়াডে জায়গা হয়েছে। পেস ইউনিটে যথারীতি আছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ।
ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড :
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
এএ