জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আধুনিক সকল সুবিধাসম্পন্ন ১৩৭০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রকল্প অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শের-ই বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, চাঁদপুর শহর ও এর আশপাশের ৩০ দশমিক ১২ একর এলাকায় স্থাপন করা হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ। এতে ব্যয় হবে ১ হাজার ৩৭০ কোটি ৭৩ লাখ টাকা। এজন্য প্রস্তাবিত প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ, ১০টি আবাসিক ভবন তৈরি, ১১টি অনাবাসিক ভবন, লিফট, ১২ হাজার ৯২৭টি মেডিকেল যন্ত্রপাতি এবং তিনটি মোটর গাড়ি কেনা হবে। সেই সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি বছর শুরু হয়ে ২০২৫ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে─ চাঁদপুর জেলা ও তৎসংলগ্ন এলাকার ২৬ লক্ষ জনসাধারণের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের অবকাঠামো নির্মাণ, মেডিকেল শিক্ষা ও নার্সিং শিক্ষাকে সম্প্রসারণ করে দক্ষ ও মানসম্মত চিকিৎসক ও নার্স তৈরি করা এবং প্রস্তাবিত চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনের মাধ্যমে প্রতিবছর মানসম্মত ৫০ জন চিকিৎসক ও ১০০ জন নার্স তৈরি করা।
এদিকে, একনেকে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অনুমোদন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দিপু মনি। ফেসবুক পোস্টে দিপু মনি লেখেন,চাঁদপুরে ডাকাতিয়ার তীরে মনোরম পরিবেশে আধুনিক সকল সুবিধাসম্পন্ন ১৩৭০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপনের জন্য গৃহীত প্রকল্প আজ মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক এর সভায় অনুমোদিত হলো।
আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া। বঙ্গবন্ধুকন্যার প্রতি কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ অভিবাদন চাঁদপুরবাসীর পক্ষ থেকে।
২০১৮ এর পহেলা এপ্রিলে চাঁদপুর স্টেডিয়ামের জনাকীর্ণ সমাবেশে বঙ্গবন্ধুকন্যা আমাকে পাশে দেখিয়ে বলেছিলেন, “আপনাদের এমপি একজন ডাক্তার। সে চেয়েছে। আমি তাই আপনাদের জন্য একটা মেডিকেল কলেজ দিয়ে গেলাম।”
স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীবর্গ, সচিবগণসহ এই প্রকল্প প্রণয়নের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার চাঁদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এএ