

পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান। গত রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। এর পর থেকে আর ব্যাংকে যাচ্ছেন না। পদত্যাগের জন্য তিনি ‘ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ’ উল্লেখ করেছেন।
গত বছরের মার্চে তারেক রিয়াজ খান তিন বছরের জন্য পদ্মা ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন। ফলে ২০২৫ সালের মার্চ পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ও প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন।
ব্যাংকের উদ্যোক্তাদের চাপে কোনো এমডি যাতে পদত্যাগ না করেন, এ জন্য সুরক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। তবে অনেক ক্ষেত্রে তা কাজে আসছে না। এর মধ্যে শুধু ন্যাশনাল ব্যাংকের এমডি পদত্যাগের পর আবার ব্যাংকে ফিরেছেন। বেশির ভাগ এমডি সুরক্ষা চাওয়ার সাহস করছেন না। এর আগে একাধিক ব্যাংকের এমডি চাপের মুখে পদত্যাগ করে চলে গেছেন।
এএ